ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়ার কর্মসূচি জোড়দার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়ার কর্মসূচি জোড়দার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষকে টিকার আওতায় আনার জন্য কাজ করছে সরকার। তৃণমূল পর্যায়ে টিকা নিতে মানুষের আগ্রহ কম। তাই টিকা প্রদান ও করোনা পরীক্ষা করাতে জোড় দেয়া হচ্ছে। এছাড়া, বয়স্করা যাতে ঘর থেকে বের না হন, সে জন্য তাদের টিকাদানে সরকার বিকল্প চিন্তা করছেন বলে জানান তিনি।