সরকারের উদাসীনতায় বিপন্ন মানুষের জীবন-জীবিকা : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সরকার পরিকল্পিতভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধংস করছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন, বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ভার্চূয়ালি এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকারের উদাসিনতা, অযোগ্যতা আর দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা এখন বিপন্ন।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মরহুম আবদুল আউয়াল খান এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাচূয়ালী এই আলোচনার আয়োজন করে দলটি।
এতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের উদাসীনতায় সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়েছে।
বিএনপি মহাসচিব আরো অভিযোগ করেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থাকে ধংস করছে। করোনা টিকা নিয়েও নানা মন্তব্য করেন তিনি।
সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে জানিয়ে তা উদ্ধারে বিএনপিসহ দেশের জনগণকে আবারো ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।