বিএনপি মহাসচিবের বক্তব্য ‘সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যাচার’ : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বক্তব্যকে ‘সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যাচার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিবের বক্তব্যের আনুষ্ঠানিক জবাবে তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার করা এখন বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে। সারাদেশে কোথাও রাজনৈতিক কোনো মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির আড়ালে খুনি, সন্ত্রাসী ও জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করাই বিএনপির মূল লক্ষ্য। এছাড়া বিএনপিকে বিবেক দ্বারা পরিচালিত হয়ে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে জনকল্যাণমুখী রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান ওবায়দুল কাদের।