বিধিনিষেধেও নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ
- আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
Coronavirus in China. Novel coronavirus (2019-nCoV), people in white medical face mask. Concept of coronavirus quarantine vector illustration. Seamless pattern.
বিধিনিষেধেও নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে ২শ’ নিচে নামছেই না মৃত্যুর সংখ্যা। বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে ঢাকা জেলায়। আর সবচেয়ে কম রাজশাহী বিভাগে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণের হার বিবেচনায় ঢাকার পরে অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। সেখানে এখন পর্যন্ত ৭৪ হাজার ১৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে রাজশাহীতে।সেখানে রোগীর সংখ্যা ১৮ হাজার ৮০৮ জন। তবে বরিশাল বিভাগে শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ২ শতাংশ। ঢাকায় সেটি ১.৩ শতাংশ, রংপুর বিভাগে ২.৪ শতাংশ। সবাই বিধি মেনে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববান হলেই সরকার ঘোষিত কর্মসূচিগুলো সফলতার মুখ দেখবে বলে জানান অধিদফতরের মুখপাত্র।