আফগানিস্তানের তালেবানের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন ।
বুধবার তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা বারদার আখন্দের নেতৃত্বে নয় সদস্যের এক প্রতিনিধি দল চীন সফর করে। সেখানে তারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন। রাজনীতি, অর্থনীতি ও উভয় দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে তালেবান এবং চীন একে অপরকে কয়েকটি বিষয়ে নিশ্চয়তা দেয়। আফগানিস্তানের ভূমিকে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে তালেবান প্রতিনিধিরা চীনকে আশ্বস্ত করে। আফগানিস্তানে চীন যদি বিনিয়োগ করতে চায় তালেবান তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেবে।