টানা বর্ষণে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
টানা বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার।
গেল দু’দিনের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হলে তলিয়ে যায় ১৭শ’ হেক্টর সদ্য রোপা আমন বীজতলা। উপকূলীয় উপজেলা- আশাশুনি ও শ্যামনগরের কপোতাক্ষ ও খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদীর বেড়িবাঁধেও দেখা দিয়েছে ফাটল। টানা ভারী বর্ষণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়। মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলায় মৎস্য ঘেরের ক্ষতির পরিমাণ প্রায় ৫৪ কোটি টাকা।