আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি মামলা হবে
- আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
গ্রেফতার হওয়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি মামলা হবে বলে জানিয়েছেন রেবের পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান, হেলেনা জাহাঙ্গীর অপকৌশলের মাধ্যমে নিজেকে ‘মাদার তেরেসা’, ‘পল্লীমাতা’, ‘প্রবাসীমাতা’ হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা টিভি ও ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র এসব ভুয়া খেতাব নিয়ে প্রচার-প্রচারণা চালাতো। তাঁর মালিকানাধীন আইপি টিভি চ্যানেল- জয়যাত্রার কোনো অনুমোদন ছিল না বলেও জানায় রেব। বিকেলে কুর্মিটোলা রেব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
আলোচিত ব্যবসায়ী ও সাবেক আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর। আঙুল ফুলে হঠাৎ কলাগাছ হয়ে যাওয়া এই হেলেনা বাগিয়ে নেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের মহিলা উপ-কমিটির সদস্যপদ। নানাভাবে প্রচারণা চালাতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টাকার জোরে শুধু রাজনীতিবিদই বনে যাননি, হয়েছেন জয়যাত্রা নামের একটি আইপি টিভির কর্ণধারও। চলতি বছরের জানুয়ারীতে আওয়ামী লীগের মহিলা উপ-কমিটির সদস্য হবার পর থেকে চলে তার রাজনীতির জয়যাত্রা। মেয়র নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য দৌঁড়ঝাঁপ করতে দেখা যায় তাকে।
সম্প্রতি গঠন করেন আওয়ামী চাকরিজীবী লীগ নামের এক বিতর্কিত সংগঠন। এই সংগঠনের নামে বিভিন্ন জনকে পদ-পদবি দেবার নামে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পায় আইন-শৃঙ্খলা বাহিনী। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আর এতেই বিপাকে পড়েন তিনি। দাবার চালের মতো ঘুরে যায় তার ভাগ্য। সবশেষ বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার গুলশানের বাসায় অভিযান চালায় রেব।
এসময় তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, মদ, হরিণের চামড়া, চাকু, ওয়াকিটকি হতে শুরু করে নানা উপকরণ জব্দ করা হয়। পরে গ্রেফতার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে।
শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতারের সার্বিক বিষয় তুলে ধরতে রেব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলেন, পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর অপকৌশলের মাধ্যমে নিজেকে ‘মাদার তেরেসা’, ‘পল্লীমাতা’, ‘প্রবাসীমাতা’ হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করতো। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন হেলেন।
তিনি আরো জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে পৃথক পাঁচটি মামলা করা হবে।
অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদা’র সঙ্গেও সম্প্রতি সে যোগাযোগ গড়ে তোলে বলে জানায় রেব। শুক্রবার সন্ধ্যায় তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।