গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক চাপায় সিএনজির চালক ও ১ জন নারীসহ ৪ জন নিহত হয়েছে। সন্ধার দিকে রংপুর- বগুড়া মহাসড়কের পেট্রাল পাম্পের সামনে এই ঘটনা ঘটেছ। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ৩ জনকে পলাশবাড়ি ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সায়াদ মোহাম্মদ ইমরান জানান গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজিতে ৫ জন যাত্রী নিয়ে সাদুল্লাপুরের ধাপেরহাটে যাওয়ার পথে সিএনজি টি পেট্রাল পাম্পের কাছ পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। অপরদিকে,সকালে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।