আরব সাগরে একটি ইসরাইলি তেলবাহী জাহাজে ভয়াবহ হামলায় এর দুই নাবিক নিহত
- আপডেট সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আরব সাগরে একটি ইসরাইলি তেলবাহী জাহাজে ভয়াবহ হামলায় এর দুই নাবিক নিহত হয়েছেন। এমভি মেরসেল স্ট্রিট নামের ওই ইসরাইলি জাহাজটি পরিচালনা করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম। জাহাজটির মালিক ইসরাইলি প্রতিষ্ঠান ইয়াল অফের। নিহত দুই নাবিকের একজন ব্রিটিশ এবং আরেক জন রোমানিয়ার নাগরিক।
ভয়াবহ এ হামলার জন্য ইসরাইল সরাসরি ইরানকে দায়ি করেছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ইয়াইর ল্যাপিড এক বিবৃতিতে বলেছেন, এটি ইরানের ‘সন্ত্রাসী হামলা’।
বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে চুপ থাকলে চলবে না। তবে, এ নিয়ে এখন পর্যন্ত ইরান কোনো মন্তব্য করেনি। ইসরাইলি জাহাজটি পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওমানের উত্তরপূর্ব দ্বীপ মাসিরাহতে এ হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে। হামলার ঘটনাস্থল ওমানের রাজধানী মাসকাট থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে।