দীর্ঘ ১৮ দিন পর চালু হয়েছে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকার দীর্ঘ ১৮ দিন পর চালু হয়েছে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব।
দুপুর থেকে আরটিপিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও আরটিপিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাফি আহমেদ জানিয়েছেন, চলতি মাসের ১২ জুলাই ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়। পরে ল্যাব রক্ষণেবেক্ষণের নিজস্ব নিয়মে ১০ দিন ধরে ক্লিনিংসহ অন্যান্য টেকনিক্যাল সমস্যা চিহ্নিতের চেষ্টা চালানো হয়। এতে ভালো কোন ফলাফল না আসায় ঢাকায় আইইডিসিআরের বিশেষজ্ঞ টিমকে আনা হয়। পরে যান্ত্রিক ত্রুটি নিরসন হলে ল্যাবটি করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা ফিরে পায়।