অবৈধভাবে ইতালী যাওয়ার সময় ভূমধ্যসাগরে হিটস্ট্রোকে মাদারীপুরের চার তরুণের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অবৈধভাবে ইতালী যাবার সময় ভূমধ্যসাগরে হিটস্ট্রোকে মাদারীপুরের চার তরুণের মৃত্যু হয়েছে। তাদের পরিবারে এখন চলছে শোকের মাতম। এই ঘটনায় দায়ী দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন তারা। পুলিশ বলছে, পাচারকারী চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রায় তিন মাস আগে মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের সাধন মল্লিক দালালের মাধ্যমে লিবিয়া যান। গত ১৯ জুলাই লিবিয়া থেকে ইতালীর উদ্দেশ্যে ট্রলারে রওনা দেয় সাধনসহ অর্ধশত তরুণ। মাঝপথে নষ্ট হয় ট্রলারটি। এতে প্রচন্ড রোদে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে লিবিয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি হয় কয়েকজন।
সেখান চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজৈর উপজেলার হৃদয় কাজী, সাগর সিকদার, জিন্নাত শেখ, সাধন মল্লিক ও গোপালঞ্জের মুকসুদপুর উপজেলার সজিব মুন্সী। সন্তান হারানো পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম। এই ঘটনায় দায়ি দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃত যুবকদের স্বজনরা।
পাচার চক্রের সদস্য ইলিয়াছ ফকির ও টুটুল ফকির ইতালী যাবার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে অন্তত সাড়ে সাত লাখ টাকা করে নিয়েছেন বলে জানায় স্বজনরা। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। দালালদের ধরতে অভিযান চলছে বলে জানান, পুলিশ সুপার।
মানবপাচার রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।