লোকজ সংস্কৃতির বিস্তারে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম অবদান রাখছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, লোকজ সংস্কৃতির বিস্তারে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম অবদান রাখছে। দীর্ঘকালের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম শাসনের ঐতিহ্যও সাংস্কৃতিকভাবে একে ধনাঢ্য করে গেছে।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারে অলংকৃত করেছে ময়মনসিংহের নিজস্ব পরিচয়। মহুয়া, মলুয়া থেকে জয়নুল আবেদীনের চিত্র হয়ে উঠেছে বিশ্বময় গৌরব গাঁথা। বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি সংস্কৃতির বিকাশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকাসহ শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে।