কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর পোড়া মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকার কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাট থেকে তারিকুল ইসলাম খোকন নামের এক ব্যবসায়ীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর কোম্পানীঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি দুর্ঘটনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্বজনদের দাবি- পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়ার অপচেষ্টা করা হয়।
প্রায় ১০ বছর ধরে ঢাকার কামরাঙ্গীর চরের পশ্চিম রসুলপুরের এই ৫ তলা বাড়ীর ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বাস করতেন তরিকুল ইসলাম খোকন ও তার পরিবার।
ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়ি বরিশালে যাওয়ায় বাসায় একাই থাকতেন তারিকুল ইসলাম খোকন।
শনিবার সকাল সাড়ে ন’টার দিকে ৫ম তলার ভাড়াটিয়া সিঁড়ি দিয়ে নামার সময় খোকনের ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে সবাইকে খবর দেন।
এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে খোকনের ফ্ল্যাটের আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকানো থাকায় নানা রহস্য তৈরী হয় স্থানীয়দের মাঝে।
পরে তার রুমে ঢুকে বিছানার সাথে পেঁচানো অবস্থায় আধা-পোড়া মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, এটা পরিকল্পিত হত্যাকান্ড।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডি। প্রাথমিকভাবে হত্যার আলামত পাবার দাবি পুলিশের।
নিহত খোকন দীর্ঘদিন ধরে কামরাঙ্গিরচরে প্লাস্টিকের খেলনার ব্যবসা করতেন বলে জানান স্থানীয়রা।