করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে চার সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ
- আপডেট সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিশ্বের বেশিরভাগ অঞ্চলে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে চার সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, করোনার ডেল্টা ধরন জলবসন্তের চেয়ে বেশি সংক্রামক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনেক চেষ্টায় করোনা নিয়ন্ত্রণে আসার পর এখন ডেল্টা ধরনের হুমকিতে পুরো বিশ্ব। বর্তমান ভ্যাক্সিনও এটি প্রতিরোধে কার্যকর নয়। এদিকে সংস্থাটির কোভিড-১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ জানিয়েছেন ডেল্টা ধরনের করোনায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে করোনার ডেল্টা ধরন– ভ্যাক্সিনের সুরক্ষা ভেদ করতেও সক্ষম। জলবসন্ত, মার্স, সার্স, ইবোলার মতো রোগের জন্য দায়ী ভাইরাসের চেয়েও বেশি সংক্রামক এই ধরনটি। ডেল্টায় আক্রান্ত ব্যক্তিদের নাকে ও গলায় ভাইরাসটির ব্যাপক উপস্থিতি থাকে। তাই ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের পরিবর্তন হয়ে গেছে বলে জানায় সংস্থাটি। চীনে গত কয়েক মাস ধরে করোনা ভাইরাস পরিস্থিতির আবার অবনতি ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে দেশটির দুই এলাকায় সংক্রমণ বেড়েছে।