মিথ্যাচার না করে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান কাদেরের
- আপডেট সময় : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকারের বিরুদ্ধে মিথ্যাচার না করে করোনায় বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্যবসায়িক স্বার্থে নয় দেশের স্বার্থেই গার্মেন্টস খোলা রাখা হয়েছে। সকালে আলাদা অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাবে এসব কথ বলেন তারা।
সোমবার সকালে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাব দেন তিনি।
দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় গার্মেন্টস খুলে দেয়া প্রসঙ্গে কথা বলেন তিনি।
সকালে মিরপুর গালর্স আইডিয়াল কলেজে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সমাগ্রী বিতরণ অনুষ্ঠানে করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
করোনা সুরক্ষায় সকলকে টিকা দেয়ার পাশাপাশি বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা আহবান জানান আওয়ামী লীগের এই নেতা।