গেলো ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন আরো ১২৪ জন
- আপডেট সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় গেলো ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন আরো ১২৪ জন। এরমধ্যে সর্বোচ্চ মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে। এখানে মারা গেছেন ২২ জন। সবচে কম মৃত্যু খুলনায় যেখানে মারা যান ৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ২২ জনের মধ্যে ১০ জন ছিলেন করোনায় আক্রান্ত। বাকী ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন ১৪ জন। ৪৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৯১ জন। হার ৪০ দশমিক ৬৪ শতাংশ।
চট্টগ্রামে করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একদিনের সর্বোচ্চ ৬ জন মারা গেছেন বুধবার। নতুন শনাক্ত ৪১৩ জন।
২৪ ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ৬ জন পজেটিভসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। বরগুনায় ৪ এবং পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং দিনাজপুরে মারা গেছে ২ জন। বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু।
খুলনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা ও উপসর্গে চুয়াডাঙ্গায় ৮ জন মারা গেছেন। নতুন শনাক্ত ৪০জন । সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।