অভিনয় ও মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবেনা : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অভিনয় ও মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবেনা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে মন্ত্রী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ ধরনের অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ও গ্রেপ্তারে শিল্পাঙ্গণে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে উল্লেখ করেন ড. হাছান মাহমুদ। এ সময় শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গণ-সাংস্কৃতিক অঙ্গণসহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।