আবারও ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তিন সপ্তাহের পর আবারও ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। গত কয়েকদিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যের বনবিভাগ ।
আগুনের তীব্রতা প্লুমাস থেকে বাট কাউন্টি পর্যন্ত ৩শ ৯৫ বর্গ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে । তীব্র তাপমাত্রার পাশাপাশি প্রচণ্ড বাতাসের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে । ১৫ হাজার স্থানীয় বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ । এদিকে, গত একসপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে তুরস্কের মধ্যাঞ্চল। দাবানলে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। তবে ১৭৪টির মধ্যে ১৬০টি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তুরস্ক । তবে এরইমধ্যে তুরস্কের প্রতিবেশী গ্রিসেও ভয়াবহ দাবানল শুরু হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত গ্রিসের এথেন্সেসহ মোট ৮১ স্থানে দাবানল সৃষ্টি হয় ।