ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শপথ গ্রহণ করেছেন
- আপডেট সময় : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় সংসদ ভবনে ইরানের বিচার বিভাগের প্রধান, সংসদ স্পিকার, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথিরাও ছিলেন।
এ অনুষ্ঠানে সংসদ সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞ পরিষদের সদস্যবৃন্দ ও বিচার বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া, বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও রীতি অনুযায়ী রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এসব অতিথির মধ্যে রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী, উপ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নানা পর্যায়ের পদস্থ কর্মকর্তা। বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।