বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল সংকট কাটেনি
- আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বছরের পর বছর আবেদন-নিবেদন করেও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল সংকট কাটেনি। সংকট নিয়েই বছর পার করেছে সাড়ে তিন’শ বেডের করোনা ওয়ার্ড। দশ রোগীর বিপরীতে একজন চিকিৎসক প্রয়োজন হলেও, ১১৬ জনের জন্য আছেন মাত্র একজন। স্বেচ্ছাসেবী দিয়ে চলছে করোনার নমুনা সংগ্রহ। নানা সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে ওয়ার্ডটি।
গত বছরের মার্চে মাত্র ৫০ বেড নিয়ে শুরু হওয়া করোনা ওয়ার্ড তিন’শ বেডে উন্নীত হয়েছে। সেন্ট্রাল অক্সিজেনের সংযোগ রয়েছে ১০৭টি বেডে। ২২টি আইসিইউ বেডের কোনটি খালি থাকেনা। বোতলজাত অক্সিজেন ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা কম থাকায় অক্সিজেন নিয়ে চলে রোগীর স্বজনদের কাড়াকাড়ি।
এখানে প্রতিদিন প্রায় সাড়ে তিন’শ রোগী চিকিৎসা নিচ্ছে। মাত্র তিন জন চিকিৎসক, ৮৭ নার্স এবং দৈনিক মজুরির কর্মচারি দিয়ে চলছে ওয়ার্ডটি। সব বর্জ্য করোনা ওয়ার্ডের সামনেই স্তুপকারে ফেলা হয়। এতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে শংকা জানিয়েছে অনেকে।
করোনার নমুনা সংগ্রহে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। মেশিন ও জনবল বাড়াতে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, বলে জানান, পিসিআর ল্যাব প্রধান।
স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় জনবল চেয়েছেন বলে জানান, হাসপাতাল পরিচালক। এদিকে, কিছু সাপোর্টিং যন্ত্রাংশের অভাবে দ্বিতীয় পিসিআর ল্যাব স্থাপন করা যাচ্ছে না। এ জন্য চলছে চিঠি চালাচালি। দুই মাস আগে ১০ হাজার লিটার ধারনক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাংক বসানো হলেও, নানা জটিলতায় তা খালি পড়ে আছে।