পরিমণী কান্ড এবার জড়িয়েছন পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা গোলাম সাকলায়েন
- আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পরিমণী কান্ড এবার জড়িয়েছন পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা গোলাম সাকলায়েন। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, পরিমনীর সাথে ডিবি কর্মকর্তা সম্পর্ক হয়ে থাকলে তা অনৈতিক। তদন্তে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
গোলাম সাকলায়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত। ব্যবসায়ী নাসির ইউ আহমেদর বিরুদ্ধে করা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন তিনি। ঐ সময়ে পরীমনীর সাথে সখ্যতা গড়ে ওঠে বলে, অভিযোগ পাওয়া গেছে। রেবের হাতে পরীমণি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তার সাথে তার ঘনিষ্ঠতার বিষয়টি উঠে এলো আলোচনায়। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরীমণির গাড়ি চালক নাজির হোসেন গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। এরই মধ্যে পরীমণি- সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। পরীমণির গাড়িচালক নাজির জানান, পরীমণির সাথে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন ডিবি কর্মকর্তা সাকলায়েন। এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দু’জন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। গোলাম সাকলায়েন পরীমণির সাথে সম্পর্ক এবং সরকারি বাসায় প্রবেশের বিষয়টি অস্বীকার না করে বলেন, মামলাটির চার্জশিট জমা দেয়ার পর, পরীমণি কেনো যে কারো সাথে সম্পর্ক চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।