রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্তদের, ২০ থেকে ২৫ শতাংশ উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক
- আপডেট সময় : ০২:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্তদের, ২০ থেকে ২৫ শতাংশ উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নগরীর মিরপুর, মগবাজার, মোহাম্মাদপুরের ইকবাল রোডে তূলনামূলক এডিশ মশার লার্ভা বেশি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, করোনা মহামারির মধ্যে, ডেঙ্গু যেন মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত না হয়, সে বিষয়ে সচেতন হতে হবে সবার।
রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। বেশীরভাগ রোগী রাজধানীর।ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ১০ জন রোগীর তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
ডেঙ্গু মোকাবেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে তরান্বিত করতে উত্তর সিটি কর্পোরেশনের এই সংবাদ সম্মেলন। নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে জানিয়ে উত্তর সিটির মেয়র ডেঙ্গু আক্রান্তদের পরিসংখ্যান জানান।
ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে, তাদের কার্যক্রম মনিটরিং করার কথা জানান আতিকুল ইসলাম। এডিশ মশার লার্ভা নির্মুলে কাজ করলে পুরস্কার দেয়ার ঘোষনা দেন তিনি।