রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা
- আপডেট সময় : ০১:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে কারখানার মালিকের অনিয়ম ও সরকারি সংস্থার গাফিলতি উল্লেখ ছাড়াও ২০টি সুপারিশ করা হয়েছে। ওই আগুনে পুড়ে ৫২ জনের প্রাণহানি হয়।
কারখানার নিচ তলার সেন্ট্রাল রুমে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কারখানাটি ভবন নির্মাণ নীতিমালা না মেনেই তৈরি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, ওই কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের নো অবজেকশন সার্টিফিকেটও ছিলো না। শিশু শ্রম বন্ধ করা, মৃত শ্রমিকদের পরিবারের ক্ষতিপূরণের জন্য শ্রম আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা করে দেয়ার সুপারিশ করা হয়। গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডসের এই কারখানায় আগুন লাগে।