দেশের প্রতিটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে
- আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকাদান কর্মসূচী আরো গতিশীল ও সহজ করতেই গণটিকার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচী শতভাগ সফল করতে সংশ্লিষ্টদেরকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে এ কথা বলেন সরকার প্রধান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গতি কিছুটা ধীর হলেও চলতি অর্থবছরে তা কাটিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে। উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাতে ও মান ঠিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে বাংলাদেশ জাতীয় যাদুঘর আইন, বাংলাদেশ চিড়িয়াখানা আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।