সরকারের প্রজ্ঞাপন পেয়ে সচল হয়েছে গণপরিবহন সেক্টর
- আপডেট সময় : ০৬:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বুধবার থেকে শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ। এসময় মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি চলবে ট্রেন ও লঞ্চ। সরকারের প্রজ্ঞাপন পেয়ে সচল হয়েছে গণপরিবহন সেক্টর। শ্রমিকরা এখন ব্যস্ত–বাস ধোয়া-মোছার কাজে। শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি।
১১ তারিখ থেকে গণ পরিবহন চলাচল করবে এই ঘোষণার পর থেকেই লালমনিরহাটে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন পরিবহণ শ্রমিকরা। দীর্ঘদিন থেকে বাসগুলোস্ট্যান্ডে পড়ে ছিলো ছোটবড় দূরপাল্লার বাস। সেগুলো ধোয়া-মোছা ও মেরামতের কাজ চলছে।
কঠোর বিধি নিষেধ শেষ সময়ে কুড়িগ্রামে অন্যান্য যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হলেও বন্ধ রয়েছে দুরপাল্লার যানবাহন। বিধি নিষেধ উঠে গেলে যানবাহন চলাচলের আশায় দুরপাল্লার যানগুলোকে সারিয়ে নিচ্ছেন শ্রমিকরা।
টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর ১১ আগস্ট থেকে গণপরিবহন চালুর প্রস্তুতি নিচ্ছেন নওগাঁর পরিবহন শ্রমিকেরা। সরকারের সিদ্ধান্ত মেনে বুধবার থেকে নওগাঁ আন্তজেলাসহ ঢাকা- রাজশাহী রুটে চলাচল করবে বাস। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বুধবার থেকে চলাচল করবে ট্রেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যস্থাপক মিহিরকান্তি গুহ জানায়, রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর ৩ জোড়া চলবে লোকাল ট্রেন। এরইমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। বিধি মেনেই ট্রেনে যাত্রী পরিবহন করা হবে। আর এখবরে আগাম টিকিট সংগ্রহে অনেকেই স্টেশনে গেছেন। আবার অনেক টিকিট কাটছেন অনলাইনে।
দেশের নদীবন্দরেও দেখে গেছে শ্রমিকদের সমাগম। বহুদিন বিধিনিষেধে অলস সময় কাটিয়ে ডকে ডকে ফিরছে কর্মচাঞ্চল্য। ধুয়ে মুছে ঠিকঠাক হচ্ছে দূরপাল্লার লঞ্চ, স্টীমারগুলো।