মেহেরপুরে মেহের-চন্ডি কচুর আবাদে লাভবান হচ্ছে চাষী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে মেহের-চন্ডি কচুর আবাদে লাভবান হচ্ছে চাষী। আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। চাহিদা থাকায় বাজারে দামও বেশ ভালো। দেশের বিভিন্ন বাজারে এর চাহিদা বেড়েছে।
মেহেরপুরের মেহেরচন্ডি মুখি কচু খুবই সুস্বাদু। ফলে, এর চাহিদা রয়েছে সারাদেশেই। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। বাজার দরেও খুশি চাষিরা।
প্রতি বিঘা জমিতে এবার চাষে খরচ হয়েছে ১৮/২০ হাজার টাকা। কচু বিক্রি করে চাষী পাচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
জমি থেকে কচু কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছে ব্যবসায়ীরা।
কচু চাষ লাভবান হওয়ায় মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে, কৃষি বিভাগ।
জেলায় এবার আউশ ও আমন কচুর আবাদ হয়েছে এক হাজার ৫শ’ ৯০ হেক্টর জমিতে।