পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷
তিনি বলেন, পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে, এগুলো হালকা যানবাহন প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস পারাপার করবে। স্রোতের তীব্রতা বা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত বাকি সব বন্ধ থাকবে। সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। যাত্রীবাহী যান পারাপার হবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,পণ্যবাহী যান পারাপারে চাঁদপুরের হরিণাকে ঘাট ব্যবহার করতে হবে। এসব ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হবে।