করোনায় জীবন-জীবিকা সচল রাখতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনায় জীবন ও জীবিকাকে সমান তালে এগিয়ে নিতে সমন্বিত পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের বৈঠকে এ কথা বলেন তিনি।। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী জানান, প্রতিটি গ্রামে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দিতে দেশজুড়ে ‘৫-জি’ নেটওয়ার্ক স্থাপন করবে সরকার।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । করোনার কারণে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গতি কিছুটা ধীর হলেও চলতি অর্থবছরে তা কাটিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে। উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাতে ও মান ঠিক রাখতে তদারকির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেকে ৭ হাজার ৯শ ৮৫ কোটি ৫১ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি গ্রামে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দিতে দেশজুড়ে ‘৫জি’ নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ২ হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে, টেলিটক বাংলাদেশ লিমিটেড-টিবিএল। বৈঠকে, দেশের সব জরাজীর্ণ সেতু, কালভার্ট বদলে পুননির্মাণ ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহ করে আর্কাইভ করার নির্দেশ দেন, সরকার প্রধান। বৈঠক শেষে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, সড়ক রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহ করতে টোলের আওতা বাড়ানোর কথা ভাবছে সরকার।
জুন মাসের তুলনায় জুলাই মাসে শূন্য দশমিক দুই আট শতাংশ মুল্যস্ফীতি কমেছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।