গাজীপুরের পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি যথেষ্ট নয়
- আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গাজীপুরের পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি যথেষ্ট নয় বলে মনে করে শ্রমিকরা। কর্মস্থলে সুরক্ষিত থাকতে দ্রুত টিকার দাবি জানিয়েছে তারা। শ্রমিকদের তালিকা পাঠিয়ে সিভিল সার্জন অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কারখানা কর্তৃপক্ষ। শিগগিরই গামেন্ট কর্মীদের করোনা টিকা দেওয়া হবে বলে জানান, সিভিল সার্জন।
গাজীপুরে ছোট-বড় মিলিয়ে শিল্প কারখানা রয়েছে দুই হাজারের বেশি। এর অর্ধেকের বেশি তৈরি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করে অন্তত ২৫ লাখ শ্রমিক। প্রাথমিক পর্যায়ে শুধু এনআইডি দেখে আট/দশটি কারখানার প্রায় বিশ হাজার শ্রমিককে করোনার টিকা দেয়া হয়। বর্তমানে এই কার্যক্রম বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে অন্যরা।
সিভিল সার্জনের কাছে তালিকা পাঠানো হয়েছে বলে জানায়, কারখানা কর্তৃপক্ষ।
আগামী সপ্তাহ থেকে পোশাক শ্রমিকদের টিকা দেয়া হবে বলে জানান, সিভিল সার্জন।
শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হলে অর্থনীতির চাকা সচল থাকবে বলে মনে করে সংশ্লিষ্টরা।