অপরিকল্পিত লকডাউনে করোনা পরিস্থিতি জটিল হয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
অপরিকল্পিত লকডাউনে করোনা পরিস্থিতি জটিল হয়েছে অভিযোগ করে সরকারের পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টিকা সংগ্রহ করোনা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানানো পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
রাজধানীর বনানী কবরস্থানে বৃহস্পতিবার সকাল থেকেই জড়ো হন বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরাও ফুলেল শ্রদ্ধা জানান।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে যে বিরাজনীতিকরণ শুরু হয়েছিলো, তা এখনো চলমান।
করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ অভিযোগ করে সরকারের পদত্যাগও দাবি করেন বিএনপি মহাসচিব।
টিকা সংগ্রহ করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার আহবানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।