হবিগঞ্জ থেকে পাঠানো করোনা নমুনা বাতিল হচ্ছে ঢাকা ও সিলেটের ল্যাবে
- আপডেট সময় : ০১:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা পরীক্ষার জন্য হবিগঞ্জ থেকে পাঠানো নমুনা নানা কারণে ঢাকা ও সিলেটের ল্যাবে বাতিল হচ্ছে। ল্যাব থেকে সেগুলো পুনঃসংগ্রহের পরামর্শ দিলেও হবিগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ কারো সাথেই যোগাযোগ করছে না। এদিকে, জেলায় ক্রমেই বাড়ছে উচ্চ সংক্রমণ ঝুঁকি। এ বিষয়ে শিগগিরই উদ্যোগ নেবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে, সেগুলো পাঠানো হয় ঢাকা ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে।
নানা কারণে প্রতিদিনই বেশ কিছু নমুনা বাতিল হলে পুনঃসংগ্রহের পরামর্শ দেয় ল্যাব কর্তৃপক্ষ। কিন্তু, হবিগঞ্জ হাসপাতাল থেকে যোগাযোগ না করায় কিছুই জানতে পারেনা নমুনাদাতারা। উৎকণ্ঠা নিয়ে রিপোর্টের অপেক্ষায় থাকেন তারা।
পুনঃপরীক্ষা না হলে করোনা সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়তে পারে বলে মনে করে সচেতন মহল।
কাজের চাপ ও জনবল সংকটে নমুনা পুনঃসংগ্রহ করা যায়নি, বলে জানায় মেডিকেল টেকনোলজিস্টরা।
বাতিল করা নমুনা দ্রুত পুনঃসংগ্রহ করা হবে বলে জানান, সিভিল সার্জন।
হবিগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্য সাত আগস্ট পর্যন্ত নমুনা পাঠানো হয় ২৬ হাজার ২৩৫টি। এর মধ্যে ২৫ হাজার ৮১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৯৯ জনের।