যশোরের বেলন বিলে ফুটেছে হাজার-হাজার পদ্ম ফুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
যশোরের বেলন বিলে ফুটেছে হাজার-হাজার পদ্ম ফুল। পড়ন্ত বিকেলে মৃদুমন্দ হাওয়ায় ঢেউয়ের তালে-তালে দোল খাচ্ছে সাদা-গোলাপি রঙের পদ্ম। এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসছে প্রকৃতিপ্রেমীরা।
যশোরের চৌগাছার বেলন বিল উত্তর-দক্ষিণে লম্বা। বিলের উত্তরে খড়িঞ্চা বাওড়। যতদূর দৃষ্টি যায় শুধুই পদ্ম ফুল। বিলের পাড়ে গাছ তলায় বসে অনেকেই উপভোগ করছে এ সৌন্দর্য। আবার কেউ কেউ দূর-দূরান্ত থেকে এসে নৌকায় করে পুরো বিল ঘুরে দেখছেন।
ফুলের পাশাপাশি এই বিলে অতিথি পাখিরও দেখা মেলে। তাদের কিচির-মিচিরে মুখরিত হয়ে ওঠে পুরো বিল।
বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছে জনপ্রতিনিধিরা।
পদ্ম ফুলের স্বর্গরাজ্য বেলন বিলের সৌন্দর্য রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে প্রকৃতিপ্রেমীরা।