প্রায় ১২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও ৪শ’৭০ পিস চাই জালসহ দুই জাল ব্যবসায়ীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে প্রায় ১২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও ৪শ’৭০ পিস চাই জালসহ দুই জাল ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ।
ভোরে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপুট্টি এলাকায় বিশেষ অভিযানে আটক করা হয় তাদের।আটককৃতরা হলেন, অর্জুন দেবনাথ ও গৌতম দেবনাথ। শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। এসময় তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লেঃ শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে বাজারের ২টি দোকান এবং ২টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিচ চাই জালসহ দুইজন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। যার মূল্য প্রায় ১২ কোটি টাকা। আটককৃত দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।