সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে জাতীয় পরামর্শক কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই, বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তে-উদ্বেগ জানিয়েছে জাতীয় পরামর্শক কমিটি । সরকারের নেয়া সিদ্ধান্ত পুণর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বলা হচ্ছে, বিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে। যে কারণে সংক্রমণ আবারও বাড়তে পারে। শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়–২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও–জনসমাবেশ হওয়ার মতো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায়–সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মনে করে সংক্রমণ আবারও বাড়লে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে।