জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্রেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি
- আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আগামীকাল রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নানা কর্মসূচি নেয়া হয়েছে। যদিও করোনার কারনে গত বছর মত এ বছর টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্রেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি।
করোনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় না আসলেও প্রধানমন্ত্রীর পক্ষে সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করবেন-সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর পক্ষে গার্ড অফ অনার প্রদান করা হবে। দিনটি উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এলাকা ধোয়া মোছাসহ শেষ হয়েছে উন্নয়নমূলক কাজ।তবে এবছর প্রধানমন্ত্রীকে কাছে না পাওয়ায় হতাশা বিরাজ করছে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে।
প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ, মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগণসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানাবে। পরে সমাধি কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। জাতীয় শোক দিবস পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
শোক দিবস উপলক্ষে গোটা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা ও সড়কে কালো কাপড় দিয়ে তোরণ কৈরী করে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।