বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভূমিকাকে যারা খাটো করে দেখে এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে-তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এমন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি’র নেতাকর্মীরা ক্রমাগত বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে একজন খলনায়কে নায়ক বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের পাশাপাশি বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।