যশোরের শার্শায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিল বোর্ড ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৬৩২ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার ছবি সম্বলিত বিল বোর্ড ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে। স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনা জানার পর গোড়পড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এই ন্যাংক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।