তালেবানের আহ্বানে আফগানিস্তানে জিহাদে গেছেন কিছু সংখ্যক বাংলাদেশি
- আপডেট সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
তালেবানের আহ্বানে যুদ্ধ করার জন্য কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তান গেছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশ থেকে তালেবানদের পক্ষে যুদ্ধ করার জন্য কিছু মানুষ হিজরত করেছে। ধারণা করা হচ্ছে, এদের কেউ কেউ ভারতে ধরা পড়েছে। জাতীয় শোক দিবস ঘিরে ধানমণ্ডি ৩২ নাম্বারের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার।
রোববার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে নেয়া হয়েছে নিশ্চিন্দ্র নিরাপত্তা। তা দেখতে পরিদর্শনে আসেন ডিএমপি কমিশার মোহাম্মদ শফিকুল ইসলাম।
পুরো প্রস্তুতি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, নাশকতা তৈরিতে জঙ্গীদের তৎপরতা থেমে নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কারনে সংগঠিত হতে পারছে না।
এসময় তিনি জানান, সম্প্রতি তালেবানদের আহবানে কিছু সংখক বাংলাদেশি আফগানিস্তানে হিজরত করেছেন। এদের অনেককেই গ্রেফতারও হয়েছেন।
এছাড়া অনলাইনে কার্যক্রম চালিয়ে যারা ধাপে ধাপে সংগঠিত হবার চেষ্ঠা করছিলো তাদেরও সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে বলে জানান, ডিএমপি কমিশনারমোহাম্মদ শফিকুল ইসলাম।