আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
- আপডেট সময় : ০১:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৭৬০ বার পড়া হয়েছে
আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ হলেও রায় কার্যকর হয়েছে আংশিক। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছে গোপালগঞ্জবাসী।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোট বেলায় মা-বাবা আদর করে “খোকা” বলে ডাকতেন। মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে সেই খোকা বাংলার মানুষের কাছে হয়ে ওঠেন বঙ্গবন্ধু। ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য।
পরে বঙ্গবন্ধুর মরদেহ হেলিকপ্টারে ঢাকা থেকে আনা হয় টুঙ্গিপাড়ায়। তাকে দাফনের জন্য ৩০ থেকে ৩৫ জনকে অনুমতি দেয় সেনাবাহিনী। দায়সারাভাবে দাফন করতে বললে রাজী হননি অংশগ্রহকারীরা। বাঁধার মুখে অনুমতি দিলে, কাপড় কাঁচা সাবান দিয়ে গোসল করিয়ে ত্রাণের কাপড় দিয়ে কাফন বানিয়ে দাফন করা হয় বলে জানান তারা।
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। রায় কার্য়করে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে গোপালগঞ্জবাসী।