ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন।
গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কে ট্রাকের দু’টি চাকা পাংচার হলে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ইমাম পরিবহনের হালুয়াঘাটগামী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।