বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবী করেন তিনি। আর সব ষড়যন্ত্র প্রতিহত করে ১৬ ডিসেম্বরের আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানান জাতীয় পার্টির কো. চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। সকালে যাত্রাবাড়ীর দোলাইপাড়ে জাতীয় শোক দিবসের স্মরণ সভায় এসব কথা বলেন তারা।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ে স্মরণসভা ও করোনায় কর্মহীন এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি।
বিরোধী দল জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা ৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ভয়াল সেই কালরাতের স্মৃতিচারণ করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা। বলেন, দ্রুত সময়ের মধ্যে সব ষড়যন্ত্র প্রতিহত করে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে।
আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যাকারিদের বিচার করেছে সরকার। পলাতক খুনীদেরও দেশে ফেরাতে কুটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার পাশপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।