ব্যাংকে বাড়ছে অলস টাকার পরিমাণ
- আপডেট সময় : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশে করোনা মহামারি শুরুর আগে থেকেই বেসরকারি খাতে ঋণের গতি একেবারেই মন্থর ছিল। বৈশ্বিক মহামারি করোনায় দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধই ছিল । করোনা পরিস্থিতিতে সরকারি প্রণোদনার বাইরে ব্যাংকগুলোর তেমন ঋণ বিতরণ হচ্ছে না। এর কারণ, ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে যাচ্ছেন না। ফলে ব্যাংকগুলোতে অলস তারল্যের পরিমাণ বেড়েই চলেছে। ব্যাংকের অলস টাকা উদ্যোক্তাদের কাছে না পৌঁছানোর কারণে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের এপ্রিল মাস শেষে ব্যাংকগুলোতে ২ লাখ ১ হাজার ৫৪৬ কোটি টাকার অতিরিক্ত তারল্য ছিল। করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতার কারণে ব্যাংকগুলোতে ঋণের তেমন চাহিদা নেই। প্রণোদনার অর্থ বিতরণের পরও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, কাঙ্খিত মাত্রার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগ মন্দায় ঋণ নেয়ার লোক পাচ্ছে না ব্যাংকগুলো। আর তাই বাণিজ্যিক ব্যাংকগুলোতে দিন দিন বাড়ছে অলস টাকার পাহাড়। যদিও বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ঋণ না দেয়ার কারনেই বাড়ছে তারল্য।
অলস টাকা থেকে ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে বেশি ঋণ দেয়ার পরমর্শ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্ণর।
গেল বছর করোনাকালে সরকারের প্রনোদনার টাকা ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীরা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন সাবেক এই গভর্নর।
করোনাকালে সৃষ্ট বেকারত্ব দূর করার লক্ষে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করে উৎসাহ বাড়ানোরও পরামর্শ দেন ড. সালেহউদ্দীন আহমেদ।