টাঙ্গাইলের নাগরপুরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে এলাকবাসী
- আপডেট সময় : ০৮:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাত গ্রামের মানুষ। উপজেলার পংবাইজোড়া-দেইল্লা সড়কে ধলেশ্বরীর শাখা নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করে এলাকবাসী। তিন বছর আগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বানানো বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। ইতোমধ্যে একটি সেতুর প্রস্তাব দেয়া হয়েছে বলে জানায়, এলজিইডি।
নাগরপুরের মোকনা ইউনিয়নের পংবাইজোড়া-দেইল্লা সড়কটিই জেলা- উপজেলার সাথে যোগাযোগের একমাত্র পথ। লাড় গ্রামের এই অংশে একটি সেতুর অভাব প্রকট হয়ে উঠেছে।
তিন বছর আগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো বানায় স্থানীয়রা। হাজার হাজার পথচারী এই সড়কে প্রতি দিন যাতায়াত করে। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে। দ্রুত সেতু নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।
সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
দ্রুত সেতু নির্মানে বাস্তবমুখী পদক্ষেপ দেখতে চায় টাঙ্গাইলবাসী।