তিন মাসের মধ্যে দেশেই করোনার টিকা উৎপাদন শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
তিন মাসের মধ্যে দেশেই করোনাভাইরাসের প্রতিষেধক টিকার উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে চীনের সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ চুক্তির ফলে মাসে ৪ কোটি টিকা উৎপাদন সম্ভব হবে বলেও জানান মন্ত্রী ।
দেশে করোনার টিকা উৎপাদনের জন্য সোমবার বিসিপিএস মিলনায়তনে চীনের সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের সিনোফার্মের পক্ষে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা লিথাং চুচিং চিং ও ইনসেপ্টার চেয়ারম্যান আবদুল মোক্তাদির চৌধুরী।
পরে চুক্তির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাস্তবায়ন হতে চলেছে দেশে টিকা উৎপাদনের স্বপ্ন পূরণ।
এ সময় উৎপাদনের লক্ষমাত্রার তথ্য জানিয়ে, ভবিষ্যতে বিদেশেও এ টিকা রপ্তানির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনার মাধ্যমে টিকার দাম নির্ধারণের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবশ্যই তা হবে বিদেশ থেকে আনা টিকার দামের চেয়ে কম।