ঝিনাইদহে কোনোভাবেই থামছেনা করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
- আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে কোনোভাবেই থামছেনা করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন মৃত্যুর সারিতে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। এদিকে, জেলায় পিসিআর ল্যাব না থাকায় সঠিক সময়ে নমুনার ফলাফল পাচ্ছে না আক্রান্তরা। আইসিইউ না থাকায় মুমূর্ষদের নিয়ে শংকায় স্বজনরা। স্বাস্থ্য বিভাগ বলছে, সীমিত সংখ্যক জনবল নিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা।
বিধিনিষেধ জারি করলেও ঝিনাইদহে থামছে না করোনায় মৃত্যুর মিছিল ও আক্রান্তের হার। জেলায় পিসিআর ল্যাব নেই বলে সঠিক সময়ে আক্রান্তের ফলাফল পাওয়া যায় না। আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যু সংখ্যা। ওয়ার্ডে চিকিৎসকও কম। পাশাপাশি রয়েছে অবহেলার অভিযোগ। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
চিকিৎসকরা জানান, কম জনবল নিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দু’শ ২০ জন। আক্রান্ত হয়েছে সাড়ে আট হাজার।