যশোর খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করায় যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পৌনে ১টার দিকে নেতাকর্মীরা যখন বের হয়ে যাচ্ছিলেন, এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল সশস্ত্র হামলা চালায়। তারা জেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র, চেয়ার টেবিল, মোটরসাইকেল ও গণটিকাদানের নিবন্ধন কার্যক্রমের ল্যাপটপ ও প্রিন্টার ভাংচুর করে। এছাড়া বিএনপি নেতা গোলাম রেজা দুলুকে উপর্যুপরি ছুরিকাঘাত, দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে চলে যায়।