ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবির ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবির ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৩ জন। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক চিকিৎসক।
গেলো রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি এলাকার খিরু নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনায় অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে আনন্দ ভ্রমণে যায়। ভ্রমণ শেষে রাতে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাতার কেটে এবং স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হলেও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার রায় এবং তানভীর নামে এক যুবক তীরে উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় রাতে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো ওই চিকিৎসককে পাওয়া যায়নি।