দীর্ঘ সময় পর কাল ১৯ আগস্ট থেকে খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের সবগুলো পর্যটন স্পট
- আপডেট সময় : ০১:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দীর্ঘ সময় পর কাল ১৯ আগস্ট থেকে খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের সবগুলো পর্যটন স্পট। হাজার কোটি টাকার লোকসান আর ঋণের বোঝা মাথায় থাকার পরও সরকারী সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়িরা। জেলা প্রশাসক বললেন, স্বাস্থবিধি না মানলে পর্যটন স্পট আবারও বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।
সৈকতের মূল প্রবেশমূখ লাবণী পয়েন্টে উড়ছে লাল পতাকা। বালিয়াড়ি জুড়ে কেবলই হেঁটে সময় পার করছেন ট্যুরিস্ট পুলিশ। পর্যটক নেই, তারপরও বাঁশির শব্দ আর হাতের ইশারায় গুটি কয়েক স্থানীয়দের বিচে নামতে বারণ করছেন লাইফগার্ড কর্মীরা।
করোনায় পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় প্রায় ৩০ হাজার পর্যটন কর্মচারীর জীবন থমকে গেছে। এমন সময় দেখতে হবে কখনোই ভাবেননি তারা।
দীর্ঘদিন পর ১৯ আগস্ট থেকে আবারো খুলে দেয়া হচ্ছে পর্যটন স্পটগুলো। কিছুটা প্রশান্তি ফিরেছে কক্সবাজারের পর্যটক সেবীদের।
জেলা ম্যাজিস্ট্রেট বললেন, বিধি মেনেই পর্যটন স্পট ও ব্যবসা প্রতিষ্ঠান চালুর চিন্তা রয়েছ তাদের। বিধিনিষেধ অমান্য করলে পেতে হবে কঠিন শাস্তি।
যখন পর্যটন স্পট খোলার সিদ্ধান্ত হলো তখন কক্সবাজারে করোনার সংক্রমণের হার ২০ দশমিক সাত ছয় শতাংশ; তাছাড়া ১৮ আগস্ট পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২৪০ জনের।