সিরাজগঞ্জে ট্যাংকলরি ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে দুই যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।
দুপুরে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উপজেলার গাড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে তেলবাহী একটি ট্যাংকলরী বাঘাবাড়ী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় উল্লাপাড়া থেকে শাহজাদপুর গামী একটি সিএনজি চালিত অটোরিকশা শাহজাপুরের গাড়াদহ এলাকায় পৌঁছালে ট্যাংকলরির সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চালকসহ আরও দুইজন।