আশুলিয়ায় প্রায় ৫২ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আশুলিয়া থেকে প্রায় ৫২ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেব।গাইবান্ধা থেকে ইয়াবা সহ গ্রেফতার করা একাধিক মামলার আসামী আরেক মাদক ব্যবসায়ী কে।
সকালে রেব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অভিযান পরিচালনা করে ৫২ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম হেরোইন, একটি মোবাইল, মাদক বিক্রির নগদ টাকাসহ সোহরাব আলীকে আটক করা হয়।
গাইবান্ধা পলাশবাড়ি থেকে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে গ্রেফতার করেছে রেব-১৩। মঙ্গলবার রাতে পলাশবাড়ি উপজেলার মনোহরপুর এলাকা ইয়াবা পরিবহনের সময় তাকে আটক করা হয়। গ্রেফতার রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।